মঙ্গলবার, ২৬ জুন, ২০১২

জমি বুঝে জলজ ভাষা


বৃষ্টি আর ঝর্না দুটোই ধারাপাত ধর্মী
পার্থক্য কেবল এক জন পতিত হয় নিরবধি
আরেক জন গলে কেবল মেঘেরা হাত পাতে যদি
নিজস্ব ভাষায় শীৎকারে দুটোই সুরের প্রেমী।
পতিত জমি বুঝে জলজ ভাষা
চির যৌবনা খনিজ উত্তাপে ঝর্নার অনিন্দ্য প্রেম লীলা
সুর ছন্দে প্রেমজ সন্তর্পণে চির স্নিগ্ধ বৃষ্টির চলা কলা।
ঝর্না চায় দুরন্তপনা বুকের গভীরে অদম্য উচ্ছ্বাস
নির্জনতা ভেদ করে কান্নার জলে রচনা করে স্বপ্ন-বিন্যাস
বৃষ্টি মগ্নতায় বিগলিত মেঘেরা বিচরণ করে বৃক্ষ লতা ভূমির অভ্যন্তরে
নিখাদ আলিঙ্গনে নির্বিঘ্ন সঙ্গমে নির্গমন করে অতলান্তিক উষ্ণতায়
জলজ ভাষার পরিভেদে আজ একাত্ম ঝর্না আর বৃষ্টি
প্রমত্ত প্রবণে অনন্তপানে ছুটছে অবিরাম
দৃষ্টি নন্দন বিরল স্রোতে আমিও ভাসিয়ে দিলাম-
হৃদয় খসা দু’টো সবুজ পাতা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন