মঙ্গলবার, ১০ জুলাই, ২০১২

তোমার শীতল করতলে

এই আষাঢ়, গাঢ় নীল শাড়ীতে নিজেকে সাজিও স্নিগ্ধা
কতদিন ভাসাইনি ভেলা দীঘল নদীর স্রোতে;মুগ্ধতায়
বিমোহিত চুম্বনে মেটাইনি তৃষা জ্যোৎস্না প্রবণ রাতে।
প্রাণপদ তাড়নার বাণে ভেসে গেছে যৌবনের রণপ্রপাত
কেবল তোমার বর্ষাস্নাত চুলের সুগন্ধ মাখা নিঃশ্বাসের বুভুক্ষে
নির্জলা ফাল্গুন, উম্মুল অনল পারেনি ফেরাতে সেই মশগুল হতে।
ঝির ঝির হাওয়ায় বৃষ্টির ভেজা সুবাস,সুকোমল স্থিতি
তোমার বুকে আগলে নাও কুসুমিত সেই নির্যাস
প্রাণের উদ্ভাসে আমি খুঁজে নেব জীবনের সুখোষ্ণ প্রশান্তি
যাপিত জ্বালা মিটিয়ে পূর্ণানন্দে রচনা করবো প্রমিত উচ্ছ্বাস।
                                      শীতল করতলে গ্রহণ করো পঞ্জি-ভুত আমার এই উষ্ণতা
                                      বিনিময়ে বুকের চাতালে এঁকে দেব চিরদিনের সুখ-সখ্যতা।