বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬

জীবনের আয়োজন

জীবনের আয়োজন


দিনের শেষে ভাবছো বসে
জীবনের আয়োজন
আমিও ভাবছি অবশেষে
তোমাকেই আমার একান্ত প্রয়োজন।

প্রাণের আগলে প্রাণের ধ্বনি
যৌবনের অনলে জীবন পোড়ে
অতল হৃদয় নিংড়ে
নীরবে কাঁদে প্রেমের বাণী।

আঁকছো তুমি আপন মনে
কাঁদছো একা যামিনীর বিজনে
আমিও কাঁদছি, বুকে যন্ত্রণা অগাধ
ধুকে ধুকে মরছি;  তবু- 
তোমার জন্য করছি জীবনের আবাদ।

মনের অগোচরে বুনছো মনের ব্যাধি
জীবনের তরে আমাকে পাও যদি,
আমিও লিখছি মরমী কবিতা-
জন্ম জন্মান্তরের গান
আদরে অনাদরে বেড়ে উঠা তোমার আমার সন্তান।

সাজছো তুমি মনের মতন
ফের মুছে পেলছো -
আড়ালের বিষণ্ণতারা ভেংচি কাটে যখন,
জাগছি আমিও তৃষিত যৌবনে
আপন দহন নিভেছে আপন ক্রন্দনে
স্তব্ধ জীবন শৃঙ্খলিত চরণে।

 বিষের ঘা-এ বিষের দংশন
নির্বাক নয়নে দেখে যাচ্ছি নগ্নতার উত্থান- পতন।

দাউদুল ইসলাম।
১৩/১/১৬