শুক্রবার, ১৩ জুলাই, ২০১২

স্রোতের বুকে উত্তাপ



এক নদী জল
অগ্নি-লাভা মিশে হলো অনল
স্রোতের বুকে উত্তাপ
প্রেয়সীর চোখের ঘুম কেড়ে নিলো।

ছুঁতে পারিনি জ্বলন্ত তনু
উষ্ণতায় গলেছে প্রমত্ত যৌবনের মোম
নিবিড় হতে হতে গিয়েছি দূরে
নিভৃতে ঝরেছে যন্ত্রণা তীব্রতম।

গ্রীবার নীচে নীলচে কালো তিল
ডেকেছে বারবার তোমার কাছে
উত্তেজনায় ছুটেছি তীব্র বেগে
ভাষা হারিয়ে হয়েছি নির্বাক গভীর আবেগে।

গলিত লাভায় তোমার ক্ষেপাটে যৌবন
ছুঁতে পারিনি খুঁত খুঁতে দ্বিধায়
 তীরে বসে দেখেছি বিক্ষিপ্ত ভাঙ্গন তাণ্ডব
নিজেও হয়েছি চূর্ণ বিচূর্ণ দেখোনি তুমি সেসব।