শনিবার, ৯ জানুয়ারী, ২০১৬

ধৃষ্টতায় ছানাবড়া ঈশ্বরের চোখ


প্রবল তুষার পাত উপেক্ষা করে
চিত্ত উন্মাদ পায়রার মতন উড়ে এসেছ খোলা মাঠে!
ঠাণ্ডায় তোমার ভীষণ এলার্জি, ঘন ঘন হাঁচি
আর নাক টানার ধকলে সকাল টা এলোমেলো;
কাছে এলে, তখন তো আর হুশ থাকতো না !
পাখীর বাসার মতন কোঁকড়ানো চুলে ম ম করা
মেহেদীর সুগন্ধ, নিবিড় উষ্ণতা মেলে বুকে আগলে
নেয়া আমার মুখ -
এমন দুর্দান্ত ধৃষ্টতায় ছানাবড়া ঈশ্বরের চোখ 
তুষার ঝড়ের আড়ালে পিষ্ট হল তোমার আমার উন্মুক্ত বুক!

উর্বশী চোখে দিগ্বিজয়ের নেশা।
ধারা প্রপাতও থমকে দাড়িয়ছিল হয়তো-
প্রেম আর প্রতিজ্ঞা বুকে ধারণ করে আলিঙ্গন বদ্ধ
প্রাচীন শিলা খণ্ডের মত রুখে দিতে চাইলে হিমেল স্রোত!

উত্তাপে  বিগলিত আমার পাঁজর। চিত্ত বিশুদ্ধ,
সহসাই অধিষ্ঠিত অন্তর প্রণত হলো পরিশুদ্ধ তপস্যায়
প্রাণের পরতে পরতে অমর্ত্য অনুরণন
জীবন উৎসর্গ অদম্য সেই ভালোবাসায়, প্রত্যাশায়।

দাউদুল ইসলাম
৯/১/১৬