বুধবার, ২৭ জুন, ২০১২

অতলান্তিক মূর্ছনা



সেই কখন থেমে গেছে স্রোতের উন্মাদনা
ভরা নদী ক্ষান্ত এখন তবু হৃদয় ব্যাধি দিচ্ছে ব্যঞ্জনা
 পূর্ণিমার সারা নিশি দূর সুদূরে গিয়েছি ভেসে
সুরে বেসুরে ডেকেছি তারে অতলান্তিক মূর্ছনা।

নিস্তরঙ্গ কিন্তু মাতাল এক অভিলিপ্সায়
ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে নদী
তলে তলে ফুঁসে উঠছে সম্যক তৃষা
বুক জুড়ে ক্ষীণ কম্পনে ভাসছে চৈতালি চাঁদ
তবু শূন্যতার ব্যাপ্তি তবু লেগে থাকে দারুণ এক বিষাদ।

কালের আবর্তে যদিবা জাগে স্রোত
যদি আবার আসে ছন্দ বারতার জোয়ার
কবিতার এক একটি পংত্তির মতো-
আমি ছোঁয়াবো নির্লিপ্ত দুটি ঠোঁট
পান করবো অগাধ
সারা দিন সারা রাত
দুনিয়ার তাবৎ নদী গুলোয় ছড়িয়ে পড়বে নিখাদ প্রেমের অনুরণন
নির্জন মৌনতা ভেঙ্গে স্রোতের প্রজননে সৃষ্টি হবে মধুর দৃশ্যপট!