মঙ্গলবার, ২৬ জুন, ২০১২

নিষ্কণ্টক ভালোবাসা


আমি আর যাই হই কারো অপেক্ষার অস্বস্তি হতে পারিনা
চোখের নির্ঘুম চটপট হতে পারিনা
সম্যক সাধনার পরেই আমি নিজেকে গড়েছি অল্প অল্প
প্রেমাঞ্জলীতে তাহার সঙ্গেই গড়েছি সম্যক্‌সঙ্কল্প।
বেদনার চির নীলে আমি সলেছি আপন অশ্রুজল
তিলে তিলে সাধনার সমূলে দেখেছি তীব্র অনল
দূর্বার নির্বাণে জ্বলে পুড়ে হয়েছি অঙ্গার
প্রেমের নির্মল কাননে আজ তাই ফুটে ফুল নিরহংকার।
উসুলের শূলে কারো দীর্ঘশ্বাস হতে পারিনা
লাভ লোকসান ভুলে বিশ্বাসের নাটাই হাতে ছেড়ে দিই উন্মুক্ত-কাশে
পৃথিবী ঘুরে সে আসবে ফিরে আমার ভালোবাসার নিষ্কণ্টক উচ্ছ্বাসে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন