বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬

অধীর অবক্ষয়



দীর্ঘ সমুদ্র উবে গেছে বুকে জমানো দীর্ঘশ্বাসে
লুপ্ত তরঙ্গ -জোয়ার চুকে গেছে মলিন সন্তাপে,
নতজানু অন্তরীপে। চোখে বিধেছে শোকের ভার
এভাবে আমার অধীর অবক্ষয়; অকূল অন্ধকার!
রক্তললাট ঠুকে ঠুকে রঞ্জিত করি ইশ্বরের চরণ
নৈবদ্যের বুকে মন্থিত জিকির; ইয়ারব ইয়ারব ...
থেকে থেকে ডুকরে উঠে প্রাণের ক্রন্দন-
প্রভু হে-
এবার উদ্ধার করো;
না হলে ঘোষনা দাও মৃত্যু উৎসবের-


দা উ দু ল ই স লা ম ।
২৬/৫/১৬