মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬

যে কোন সংজ্ঞাই নিরর্থক এখন

  যে কোন সংজ্ঞাই নিরর্থক এখন

-----------------------------------

যে কোন সংজ্ঞাই নিরর্থক এখন
 অস্তিত্ব হীন প্রেমে কেটে যায় রাত  নির্ঘুম নির্মমে।
অজর নয়নে অনর্থক অশ্রুর বিসর্জন, মাঘের হিমে
অবসিত যৌবন; নির্বিশেষে হয়ে গেছে চেতনা লুণ্ঠন!

যদিও তুমি আচ্ছন্ন শীতনিদ্রায় পুরুষালী ওমে
তবু চিত্ত তোমার অশান্ত ঢের, অবিশুদ্ধ কামে!
 অস্বীকার করতে পারো?
যখন তুষারের বুকে লুণ্ঠন হচ্ছিলো আমার গচ্ছিত প্রেম
হিম নয়, আদিম সত্তা তোমাকে কাঁপিয়ে  মারছিলো;
রক্তে ধুঁকছিল আফিমের নেশা, হু হু করে তুষার ঝড়ে
ডুবে যাচ্ছিলো তোমার সুডোল স্তন, বুকের উপত্যকা,নিতম্বের শাখা...
তখন আমার সত্তা জুড়ে কবিতার জোরদার আন্দোলন
মরণ পণ লড়াই করে তোমাকে করেছে  উদ্ধার!!

যতবার প্রত্যাশা করেছো তারো বেশী দিয়েছি বলিদান
ফণীমনসার বিষ ঠাসা বনফুলের জন্য ধ্বংস করেছ গোলাপের বাগান।
কোন দস্যুতায় টলিনি আমি এক রত্তি, সারা জীবন ভর
অবলার লীলা খেলে গেছে চতুর বাজিকর! অন্তরাত্মা রেখেছি সুমহান
যদিও তুমি অবলীলায়  হত্যা করেছো আমার পবিত্র প্রাণ।

সচক্ষে দেখেছ সব! স্ব আত্মায় করেছ অনুভব!
এত কিছুর পরও আজো ছুটছো পথচ্যুত হরিণের মত
আমাকে বধির করে লোকসমক্ষে অন্ধের মতন করছো পরকীয় চুম্বন!
বেশ করেছ-
পৃথিবী দেখুক সভ্যতার আগুনে স্তম্ভিত বাস্তবতা
মিথ্যার প্রয়োজনে নত হয়েছে আজ সত্যের উঁচু মাথা।

দাউদুল ইসলাম।
১৯/১/১৬