শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১২

অন্তিম সফেদ কফিনে


সফেদ কফিনে অন্তমিত হয়ে আছে যুগের সভ্যতা
কটাক্ষের দৃষ্টি গুলো বাড়িয়েছে তৎপরতা সুযোগের সন্ধানে
মধ্যযুগের পূর্ণ প্রতিষ্ঠায় উঠে পড়ে লেগেছে নগর দেবতারা
পতিতালয়ের ভারী পর্দার স্থলে স্থান পেয়েছে উন্মুক্ত বিজ্ঞাপন
সুরারপাত্রে খরার তৃষা; ক্ষুধার্তরা মরছে নানাবিধ শর্ত বানে।

সুদ আসলে বাড়ছে দেনা, রক্ত স্রোতে ভাসছে জীবন
ঋণের দায় শেষ হয়না পিতার হাতে যখন সন্তানের মরণ!
দহনের অনলে জ্বল জ্বল চিতার আগুন; পুড়ছে সভ্যতা
পুড়ছে বাস্তবতা, এক একটি স্বপ্ন বারতা
পুড়েনা কেবল যজ্ঞের কালো হাত,নির্মম নগ্নতা

ক্রমশই শূন্য হচ্ছে অনন্য কানন, শ্যামলিমা প্রান্তর
নিরাশায় মুখ গুলো বরাবরই ফ্যাকাসে, নীরব ক্ষয়ানুরণন
ঐশ্বর্যের ইমারতের পাশ ঘেঁষে অজস্র কৃষ্ণগহ্বর 
জীবন যেখানে বর্ণহীন, ভাষা হীন পড়ে থাকে অন্তিম সফেদ কফিনে।
১০/১০/১২