বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫

তোমাকে অভিনন্দন...শুভাশিস




তোমাকে অভিনন্দন...শুভাশিস 
-----------------------------------------------------

নির্বাক্যে মেনে নিলাম তোমার নিষ্ঠুরতম আচরণ
নির্বিবাদে শুনে গেলাম অবর্ণনীয় শব্দ- বচন।
অবলীলায় বুকপেতে দিলাম তোমার দুর্বিষহ চাবুকের নিচে
আমিতো তোমারই ছিলাম, তোমারই আছি চিরন্তন বশে।
তোমাকে অভিনন্দন...শুভাশিস 
নতুন চকে পুরনো খেলায় তোমারই হোক জয়, বরাবরের মতন।

আমি অকুতোভয় সেনার মত মাইন বাধা বুকে ঝাপ দিলাম
তোমার শত্রুর ট্যাঙ্কের তলে! ফলে-
পুনরায় সে তোমার মিত্র হবে এটাই স্বাভাবিক!
সে দিনের সেই বিচলিত তুমি ছুটছিলে দিগ্বিদিক
হৃদয়ের পাটাতন খুলে তোমাকে আগলে রাখা আমার ভাগ্য কর্ম
আমিতো তোমার জন্যই ; নিজেকে উৎসর্গ করাই আমার ধর্ম!

তোমারই একান্ত আমি। অস্তিত্বর সহজাত ধারায় তুমিই কেবল!
রক্ত ঝরা আত্মদানে তোমারই সুখ চেয়েছি সাক্ষী আছে বিনিদ্র রাত্রিরা,
সাক্ষী আছে নিন্মচাপ সৃষ্ট ফুসে উঠা সমুদ্র, বিচলিত গাংচিল, বৃষ্টির ভারী বর্ষণ
হৃদয়ের কোটরে বহুকাল আঁকড়ে রাখা প্রাণ প্রিতম প্রতিমার বিসর্জন!

হে উর্বশী, হে জ্যোৎস্নার উষ্ণ আলিঙ্গন, হে একাগ্রচিত্ত আমার
নির্বাক্যে মেনে নিলাম তোমার দ্বিচরণ নগ্নতার অকথ্য ভাষা!
পূজার সমস্ত আয়োজন, ধুপ কাঠি, গোলাপ- চন্দন
নির্বিঘ্নে ফেলে যাওয়া সহস্র রাত্তির নৈবদ্যের ক্রন্দন, সত্তার পবিত্র বন্ধন!
তুমি জানতে তোমার জন্যই বরণ করলাম বিষাক্ত তীর ,ক্রুশবিদ্ধ যীশুর মতন!

দা উ দু ল ই স লা ম।
২৯ অক্টোবর ১৫