রবিবার, ৯ আগস্ট, ২০১৫

প্লাবনে প্লাবনে ভাসিয়ে নিস অতল নির্বাণ

প্লাবনে প্লাবনে ভাসিয়ে নিস অতল নির্বাণ


 আবেগের সাবেক রূপে তোরে দেখিনা
নিরাবেগ রুক্ষ মুখে পুরনো কষ্টের কর্কশ চিহ্ন!
ওহে  পুরনো মানুষ-
তোর অগ্নি উচ্ছল চোখে একি বিষণ্ণ, ভিন্ন দৃষ্টি!
ঘোরে অঘোরে এ কেমন উগ্রতা তোর
বলতে পারিস ...... এ কেমন অশান্তি?

হায় হায়!
কবেকার সাবেক সত্য- তোর সামনে দাঁড়িয়ে আছে ঠায়
ওহে সাবেক, হে ভাবাবেগের পরমাত্মা
বলতে পারিস কি চাস? কিসের দায়ে ছাড়িস দীর্ঘশ্বাস?

জমছে মেঘ!
বাঁধছে দূর বহুদূর পাখির নিবাস
পারিস যদি নামিস সেই মেঠো পথের কাদায়
দ্বিধা - নির্দ্বিধায় ভিজিস একবার 
ভিজিয়ে নিস ঢের রুক্ষ বিমূর্ত মুখ
ভিজিয়ে নিস যক্ষের ধন বিলুপ্ত অহংকার!

জানিস না? বৃষ্টি প্রতিদান চায় না!
ভিজিয়ে নিস বুক, ইচ্ছের বিপুলা কান্নায়
ছুঁইয়ে নিস চিবুক, ঠোঁট, বিদীর্ণ উদ্যান
যেখানে যতো রুক্ষতা, উষ্ণতা
প্লাবনে প্লাবনে ভাসিয়ে নিস অতল নির্বাণ।


দা উ দু ল  ই স লা ম ।
৯/ ৮/ ১৫