শনিবার, ৩০ জুন, ২০১২

আমি আর স্রোত

ভাসতে ভাসতে স্রোতের সাথে চলে যাই নিঃস্রোতের দেশে
যেখানে স্রোতেরা আর স্রোত থাকেনা। নিঃসত্ত্ব নিমেষে
মমতার পরশে নিমজ্জিত হয় আত্ম-আবিষ্কারের ধ্যানে-
স্রোত আর আমি
আমি আর স্রোত
স্রোতের আমি- আমার স্রোত
কে কার? কার কি?
আমিই স্রোত!
না না স্রোতই আমি………
আকার একাকার নিরাকার……
নিরাকার-আকার- একাকার
তারপর আর ভাবতে পারিনা
পারিনা আবিষ্কার করতে অনাবিষ্কৃত রহস্যা’ধার তত্ত্ব সত্ত্ব বাচ বিচার শর্ত নিঃশর্ত
চক্রাবৃত্তে ঘুরপাক খাই ঘুরপাক খাই
পথের সন্ধান পাইনা
এই বুঝি পেলাম পথের দেখা
শঙ্কা আশঙ্কা ফেরিয়ে ফের পূর্বাবস্থান!
তবে কি হবেনা
পথের দেখা পথের চলা পথের লীলা
আর কতক্ষণ সময় পাবো
খুঁজতে এই শেকড় মেটাতে আত্মিক জ্বালা।