মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১২

পাপিষ্ঠ সত্ত্বা


 
একটু একটু করে বৃক্ষ শেকড় গড়ে মাটির বুকে
একটু একটু করে সুখ অসুখ বুঝতে শিখে
ভেদ বিভেদ ছেড়ে সুক্ষ্ণ ঋতপত্র রচনা করে যে হাত
ভ্রষ্ট বিশ্বাসের উলঙ্গ নৃত্যে কি করে হবে উন্মাদ!

বুকে হেঁটে ধুকে ধুকে পাড়ি দেয়া  যাপিত জীবন-পথ প্রান্তর
হৃদয়ের রক্তে রঞ্জিত সরল রেখায় বিক্ষিপ্ত দুঃখের কৃষ্ণ গহ্বর
ইতস্তত ভালোবাসা, লজ্জিত আদর্শ, চেতনায় বিস্তৃত মরীচিকা
মানুষ হয়ে জন্মেছি বীর বেশে; মানুষ হয়ে পাবো কি মৃত্যুর দেখা।

 জীবনের আয়নায় ক্রমে ক্রমে জমেছে যে ধুলো আবর্জনা
জল কজ্জল কিংবা রক্ত-ঘামে তা ধোয়া সম্ভব না
অনিশ্চয়তার হাত ধরে অন্ধের মতো এগুচ্ছে পাপিষ্ঠ সত্ত্বা
মানুষের কাতারে হবে কি স্থান ! সত্যি জানিনা সে কথা।