শনিবার, ১৫ আগস্ট, ২০১৫

আত্মঘাতী অবহেলায়

 
আত্মঘাতী অবহেলায়
....................................
সমমর্মীর স্নেহ ময়  হাতটি সরিয়ে নিলে নিঃশব্দে ,
 তুমি জানতে সে হাত সরে গেলে আমি আত্মহারা হবো, 
ক্ষুধার্ত সিংহের মত তর্জনে গর্জনে প্রলাপ বকবো,  
জানতে বলেই এমন আঘাত হানতে পারলে...... ঠিক কুপোকাত, ঘায়েল, জখম......
আবার ফিরে গেলাম বিমর্ষ জরায়;আবার আমার তনু মনে বাড়তে লাগলো দহনের জ্বালা-

অনর্গল মিথ্যা বলতে একটুও বুক কাঁপেনি তোমার
চোখের নীল কর্নিয়া কিংবা ভ্রু কুঁচকায় নি
সুদক্ষ জল্লাদের মত নিটোল, পাথরের মত নিরুত্তাপ, অথচ কতো নির্মম সেই চাহনি...

ভাঙ্গনের তীব্রতা থেকে অধিক তোমার বিচলিত অস্থিরতা...
মনে প্রাণে কামনা করেছিলে আত্মহুতির ভয়ানক খবরের!
কিন্তু জীবন ছিল আমার
ছিল মনুষ্যত্বের এক ফালি বিবেক...আর অজস্র  জীবন্ত স্বপ্ন;
এত সহস্র আঘাতে
বেদনা জর্জরিত হতে হতে কোন ভাবেই নিজেকে শপে দিইনি জল্লাদের হাতে!

হাহাহাহা ...  জীবন তোমাকেও চিনলো বেশ
নির্ঘাত দগ্ধতার কথা জেনেও শেষ হয়না বাঁচার আক্ষেপ।

দা উ দু ল   ই স লা ম।

১৫/৮/১৫