মঙ্গলবার, ২৮ জুলাই, ২০১৫

দাউদের কাব্যময় উচ্ছ্বাস: পুনরুদ্ধার

দাউদের কাব্যময় উচ্ছ্বাস: পুনরুদ্ধার: বিলুপ্ত নগরীর মত,প্রাচীন প্রত্ন তত্ত্বের মত মহা কালের মহা সত্যের মত- এক দিন পুনরুদ্ধার হবে আমাদের সোনালী দিনের প্রেম, আদিম ধুলো মাখা, শ্য...

পুনরুদ্ধার



বিলুপ্ত নগরীর মত,প্রাচীন প্রত্ন তত্ত্বের মত
মহা কালের মহা সত্যের মত-
এক দিন পুনরুদ্ধার হবে আমাদের সোনালী দিনের প্রেম,
আদিম ধুলো মাখা, শ্যাওলা পড়া প্রাসাদের মত
উদ্ধার হবে ভালোবাসার অলি গলি; মধু মত্ত স্মৃতি!
সে দিন কেমন করে রুখবে উদ্যত হৈ চৈ

বিস্ফোরণের পারমানবিক শক্তির মত মুহূর্তেই রটে যাবে
কল্পলোকের কাহিনী!
শত সহস্র বিনিদ্র রজনী, যোজন যোজন চুম্বন আর;
আষ্টেপৃষ্ঠে অংকিত সোহাগ চিত্র, খুনসুটি বেশুমার
একে একে উদ্ঘাটিত হবে পূর্ণাঙ্গ ইতিহাস!
তুমি কি করে রুখবে সেই সময়; সেই অনুসন্ধানীর উচ্ছ্বাস!

 নগরীর অলিতে গলিতে আমাদের আলিঙ্গনের ম ম সুবাস
প্রাসাদের দেয়ালে, ইটের গাঁথুনিতে , মরচে পড়া লণ্ঠনের গায়
খুঁজে পাবে হাজারো অপেক্ষা, নিবড় দীর্ঘশ্বাস
 প্রিয় সেই নামের প্রকম্পিত ধ্বনি; হাসির রিন ঝিন, যৌবনের যৌথ ত্রাস!

পৃথিবীর বুক জুড়ে তৃষ্ণাক্রান্ত হাহাকার
বিলুপ্ত নদীর মৃত চোখে ক্রন্দনের উত্তপ্ত জল
ভেঙ্গে চুরমার হওয়া স্বপ্নের স্তূপ, শপথের নির্বাক সাক্ষী
এই সব কিছু ডিঙ্গিয়ে অন্তরীক্ষ কাঁপিয়ে সেদিন বৃষ্টি নামবে;
নব সৃষ্টির উল্লাসে রচিত হবে এক অনবদ্য কবিতা, উত্তাল
পৃথিবীর কবিরা যার অপেক্ষায় প্রহর গুনছে এতকাল।


দা উ দু ল  ই স লা ম
২৮/৭/১৫