শনিবার, ২৮ মে, ২০১৬

ছন্দ মত্ত শ্রাবণ

ছন্দ মত্ত শ্রাবণ

নাগর দোলায় ঘুরছে বিগত শৈশব
রুদ্ধশ্বাস কৌতূহলে- চোখে থমকে আছে ওপেনটি বায়স্কোপ।

অতলের আহবানে উচ্ছল যৌবন
খাঁড়ি ছেড়ে নদীর পাঁজরে হাতড়ে বেড়ায়- মাছ নাকি সংগুপ্ত ধন?

হৃদয় জুড়ে ভরা নদী, ছন্দ মত্ত শ্রাবণ
পূর্ণিমা জোয়ারে ভেসে যায় নারীর অন্দর মহল; উষ্ণ কাশবন।

দ্বিধা ছেড়ে বাড়ছে ক্ষুধা - নির্ঘুম প্রহরের আড়ালে
সুধা ভরা টইটম্বুর যুগল স্তন! উঁকি দেয় নক্ষত্রের ভিড়ে, রাতের আঁচলে।


গানে কবিতায় সাজছে বেলা- অবেলা , ঋতুমতী নারী
ঘুমে জাগরণে বুনছে বীজ; যেখানে প্রেম ভিড়িয়েছে স্বপ্ন তরী

উদাম আকাশে উড়ছি অবিরাম- অনন্ত জীবন
 এখনো তাড়া করছে অফুরন্ত দুঃখ বেদনা, এখনো চলছে প্রাণের সংগ্রাম।


দা উ দু ল  ই স লা ম।
২৮/৫/১৬