শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬

কল্পলোকের শৃঙ্খলতা ভেঙ্গে



তোমার জন্য ছুটে আসি হন্ত দন্ত হয়ে
শিলা বৃষ্টি মাথায়
ছুটে আসি অবলীলায় অনন্ত বিমোহে,
জানো কেন?
কেন দুটি চোখ রোজ
নীল আকাশের বুকে করে যায় খোঁজ?
জানো না কেন
তোমার চিলেকোঠার কার্নিশে
কল্পলোকের শৃঙ্খলতা ভেঙ্গে বসে থাকে,
বৃষ্টি ভেজা শ্যামলিমা!

কত রঙের স্বপ্ন আঁকা হয় আমার
শুধু বলতে পারিনা-
অনন্য সব শব্দে আগের মত লিখো কিনা
বারতার কবিতা।

জানা হয় না
ঘুম ভাঙ্গা রাতের যন্ত্রণা নিয়ে অন্ধকার হাতড়ে
দাড়াও কিনা, দেয়ালে ঝুলা সেই ছবির সামনে
জানা হয় না
অপেক্ষার প্রহর গুলো এগিয়ে যেতে শিখলো কিনা।

তবু ছুটে আসি
কালের যন্ত্রণা মাথায় নিয়ে মহাকালের প্রান্তরে
ছুটে আসি হে অপ্সরা
তোমারই জন্য। তোমারই গৃহ ধারে।