বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬

কোন রঙে আঁকবো তোমাকে



কোন রঙে আঁকবো তোমাকে, কোন রঙ রয়েছে বাকী?
তোমাকে এঁকেছি কাঠ পেন্সিলে, জল রঙে, তৈল চিত্রে...
এত বার... এত রঙে এঁকেছি যে-
আমি হারিয়ে ফেলেছি তোমার আসল চেহারা...মুখচ্ছবি;
তোমার একেক বার একেক রূপ, একেক বেস, একেক ঢঙ
আমাকে দ্বিধান্বিত করে দেয়;
আমি আঁকতে পারিনা সমন্বিত তোমাকে!

তোমাকে বাঁধতে পারিনি  স্বভাব সিদ্ধ একক চরিত্রে 
ঋতু বদলের মত তুমি বদলে গেছ ... বদলে যাও বারবার!
আমি তোমাকে তেমনিই আঁকতে চেয়েছি- এঁকেছি
যখন যেমন দেখেছি... কখনো  উদার মমতার আধার , 
কখনো নিষ্ঠুর ফণীমনসার ক্ষুব্ধ ফণায় উদ্যত অহংকার;
কখনো রোদ্দুর ধারার হৃদ্য নীলকণ্ঠ...আবার
কখনো শিশির সিক্ত রক্তগোলাপের মত পরে থাকো স্নিগ্ধ হার!
প্রেমের অনুরাগে কখনো হয়ে থাকো- আমার মৃণ্ময়ী চাদর,
আবার কখনো দুর্মর আগুনে জ্বলে উঠো অচেনা চাবুক হয়ে
ভুলে যার সমস্ত সোহাগ- আদর; মুঠো মুঠো অণু কাব্য ফেলে-
আমাকে  পরাস্ত করো দুর্দশার শৃঙ্খলে! বীভৎস সরোবরে
নিজেকে মেলে ধরো নগ্নতার মর্মজলে...
আমি এত বেশী দ্বিধান্বিত হই যে বুঝতে পারিনা
কোন রঙে আঁকবো তোমাকে- কোন আদলে?

দা উ দু ল  ই স লা ম ।