শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬

অভিমানের আত্মা নীল

অভিমানের আত্মা নীল
দুঃখী শব্দের মিছিল, আর
অশ্লীল অন্ধকার।
দীঘল রাত
আমার কলম ছেড়ে-
কবিতার অলংকার
ঠায় নিয়েছে বাইজির চরণে;
উলঙ্গ নৃত্যে উন্মত্ত অহংকার
শরীর বৃত্তের নগ্ন আয়োজনে।

তুমি কি সে-ই?
আমার প্রেমের দেবী, প্রাণের প্রতিমা
হৃদয়ের চৌহদ্দি জুড়ে
কবিতার উপমায় সাজানো প্রতিচ্ছবি!
তুমি কি সে-ই?
যেই রমণীর আঁচল ভরে
পূজার নৈবদ্য অর্পণ করে,
ধন্য হয়েছি সহস্র বার।
উজাড় বুকে
যে আমাকে দেখিয়েছিল জোছনা উদ্যান,
না; তুমি নও সে-ই
যার চোখে পেয়েছিলাম অমর্ত্যের সন্ধান!

আমি জেনেছি
কষ্টের ধৃষ্টতা থেকে-
এই তুমি সে-ই হতেই পারো না!
হেমনীলের জৈবিক উৎকর্ষ ছেড়ে
যেই আত্মা আমাকে নিয়ে
উড়ে গিয়েছিল অবিশ্রান্তির পবিত্র অন্তরীক্ষে……।।

দাউদুল ইসলাম।
১৬/১/১৬