রবিবার, ১৩ জুন, ২০১০

বদলের বাদল

বদলের বাদল
=========
এই বাদলে বদলে যাক আমাদের চেহারা
নতুন আদলে সাজুক সারা
নতুন মাদলে বাজুক ধরা
এই বাদলে ধুয়ে যাক যত্তোসব ময়লা আবর্যনা
ভেসে যাক রোগ শোক, লাঞ্চনা-বঞ্চনা
বদলে যাক চেহারা ধনী-গরীব-বর্নচোরা
বদলে যাক মন মনন
বদলে যাক চিত্ত্ব চেতনা ;তৃতীয় নয়ন ।
বাদল ধারার তীক্ষ্ণ ধার ধুয়ে নিক জ্বরা-ব্যধি
ধুয়ে নিক কালি কালিমা আছে যত অসার
চুকে দিক তৃষ্ণা বহু দিনের পান-আহার
খুলে দাও দ্বার অংগ -আঙ্গিনার
মেলেদাও কপাট ভেঙ্গে দাও বাঁধ দুর্দশার
তৃপ্ত হও হে
সিক্ত হও
বাদল পবিত্রতায় শুদ্ব হওক বদল আর বদলতার ।
ডাঃদাউদ
১৩ জানু ২০১০