সোমবার, ২ জুলাই, ২০১২

এখন কি আর সেই সময় আছে

মধুর মধুর স্মৃতি গুলো বারংবার
শুধু শুধু ফিরে আসে
এখন কি আর সে সময় আছে
বসে বসে বুনবো সোনালু ফুলের অলংকার!

মনের গোপন কুঠরিতে গোপন এক ব্যথা
নতুন করে দেখা দিয়েছে নতুন মাত্রার কবিতা
এখন কি আর সেই সময় আছে
বসে বসে ভাববো আকাশ কুসুম বারতা।

যৌবনের স্বর্ণালী সূর্য করে উদাত্ত আহ্বান
প্রমত্ত নৈবদ্যে হই যেন বীর্যবান
এখন কি আর সেই সময় আছে
খরতাপ মাথায় গাই রাখালিয়া গান।

এখন আমরা ডুবে আছি লাভ লোকসানের হিসেবে
সৃজনশীলতার মুখোশে জাগতিক ফায়দা নিচ্ছি লুফে
এখন আর প্রেম নয় জৈবিকতাই মুখ্য
কবিতার নামে নামের ফুটানিতেই বেশী দক্ষ
এখন কি আর সেই সময় আছে
মানবতার জন্য নির্ধারণ করি জীবনের লক্ষ্য!