রবিবার, ৪ আগস্ট, ২০১৩

দাউদের কাব্যময় উচ্ছ্বাস: ছুঁয়ে দেবো অগাধ তৃষ্ণায়

দাউদের কাব্যময় উচ্ছ্বাস: ছুঁয়ে দেবো অগাধ তৃষ্ণায়: ছুঁয়ে দেবো অগাধ তৃষ্ণায় ছুঁয়ে দেবো অগাধ তৃষ্ণায় রুয়ে দেবো করে দেবো আমূল জীবনের চাষাবাদ; হারাতে চাইনে তোমাকে সুতরাং বিধে দেবো অস্তি...

ছুঁয়ে দেবো অগাধ তৃষ্ণায়

ছুঁয়ে দেবো অগাধ তৃষ্ণায়

ছুঁয়ে দেবো অগাধ তৃষ্ণায়
রুয়ে দেবো
করে দেবো আমূল জীবনের চাষাবাদ;
হারাতে চাইনে তোমাকে
সুতরাং বিধে দেবো অস্তিত্বের দায়...

রূপোলী জ্যোৎস্নায়
তরঙ্গের বালখিল্যতায় ডুবে যাবো
উদ্ধার করে আনবো বিধিবদ্ধ যন্ত্রণার আর্তনাদ
অঙ্গে উপাঙ্গে ফোটাবো নব নব চেতনা
স্নানে
চুম্বনে
খুঁজে নেবো অমর্ত্য রূপ রস গন্ধ...

অগ্রসর কামনার দুর্মর অধিকারে
ভিজে যাবো দুর্বিনীত বৃষ্টির অঝর ধারে
অন্ধকার যেমনই হোক-
আমি ঠিক ঠিক পৌঁছে যাবো
তোমার পদ্মনাভ থেকে ভেসে আসা মৃগকস্তুরিনাভ গন্ধ ধরে
যার জন্য আমার অগ্নিশপথ আমার বাঁচার আনন্দ!

দাউদুল ইসলাম
১/৮/১৩