মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১২

তবুও যাবো জ্যোৎস্নায়



তবুও যাবো জ্যোৎস্নায়
***********
জ্যোৎস্না আমাকে উন্মুক্ত করে দিতে চায়
বিহঙ্গীর মতো উড়িয়ে নিতে চায়
 আমার ভেতর আমাকে তলিয়ে দিতে চায়
উদ্ভ্রান্ত যৌবনের সরীসৃপের তাড়ায় আমাকে তাড়িয়ে নেয়
বন বাদড়ের ভেতর দিয়ে
উত্তপ্ত মরুর উপর দিয়ে
অক্ষান্ত সমুদ্রের বুক চিরে
অজানা অচেনা এক নীল সীমান্তে
আমি উচ্ছল চিত্তে অবিরল চঞ্চলতায়, বেমালুম মুগ্ধতায়
ছুটে চলি প্রলুব্ধ পথে...

গুপ্ত ভীষণ গুপ্ত কিছু মোহে
জ্যোৎস্নার জ্বল জ্যান্ত চাকচিক্যের প্রভায়
উগ্রে দিই দ্বিধাহীন ভালোবাসার সমস্ত আরাধনা
রাতের মিহি হাওয়া বিরহী কান্তে কানে কানে এসে বলে যায়
জ্যোৎস্নার আড়ালে লুকিয়ে থাকা অমানিশার ছলনা
ততক্ষণে আমি লণ্ডভণ্ড
লুণ্ঠিত আমার সঞ্চিত স্বপ্নের পবিত্র হৃদয় ভূখণ্ড
নিঃশেষ প্রায় আশা নিয়ে প্রাণ-প্রদীপ নিভু নিভু
চৈতন্যের হৃত আলোয় বেচে থাকে যেটুকু সঙ্কল্প
নিবিড় মমতায় কবিতার হাত ধরে ফের উঠে দাড়াই।

জানি জ্যোৎস্না আসবে ফের
আমিও ফের হবো বিগলিত। চকিত চঞ্চল উচ্ছলতায়
জানি ফের লুণ্ঠন হবে আমার হৃদয় বাগিচা
তবুও যাবো জ্যোৎস্নায়
তবুও খুঁজবো অজানা সেই সুরা,
যার তৃষ্ণায় মাতাল আমি বার বার।