রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৫

আমার গ্রাম, আমার বাংলা



হুম সমান সমান না ! হুম সমান সমান হ্যাঁ


হুম = না?
হুম = হ্যাঁ !!
------------------------ দাউদুল ইসলাম।
হুম.........
সব 'না'
মুখে বলে দিতে হয় না!
সব 'হ্যাঁ'
বুঝেও বুঝে না!

হয়তো শেষ যা ছিল প্রয়োজন
হয়তো, পুনরুদ্ধার করেছ হারানো সেই ধন!

এই ও বা কম কিসের?
আমার এই বুক ব্যবহার হয়েছে দুস্তর পারাপারের!
এতেই আমি ধন্য
লণ্ঠন হয়ে জ্বলেছি তোমার আঁধার পথে আলো দেবার জন্য।

না কোন আক্ষেপ নয়-
যেহেতু; আমার ছিলো  প্রাণান্ত প্রয়াস
আর আজো আছি সেই একিই চেতন আর উদ্ভাস!
যেহেতু ,কথা দিয়েছি  থাকবো
যেহেতু; নড়চড় হয়নি আত্মার অন্দরের সেই বিশ্বাস!

আলোর প্রতিমা
স্বর্গের পরমা
স্বপ্নের উপমা
যা কিছু ধারণ করেছি তোমার নামে
মর্মে মর্মে তা উপলব্ধি করেছি নিবিড় প্রেমে;
হয়ত কিছুই না তোমার কাছে!
আমি ত জানি-
এই আমার অমর্ত্য উদ্যান 
শত জন্মেও থাকবে বেঁচে।

দা উ দু ল   ই স লা ম ।

২২/২/১৫