বুধবার, ৪ জুলাই, ২০১২

কানামাছি খেলা

এই কোন কানামাছি খেলা খেলছি
এই কোন লীলায় কাটছে জীবন সারাবেলা
কিসের সন্ধানে করি অনুসন্ধান
কিসের নেশায় ভেসে যাই দিনমান।
কোন কারণে অন্তরীক্ষে জাগে হৃদস্পন্দন
কোন দুঃখে বুক ভেঙ্গে উঠে অরোধ্য ক্রন্দন
ফের কিসের আশায় মুছি অশ্রুজল
হাসি ভাসি বাঁধি স্বপ্ন শতদল।
কে জানে?
কে জানে কালের অভিযাত্রায় কে বাজায় কালের ধ্বনি
রাত্তির গহীনে আঁধার বনে কে করে আলোর বিকিকিনি
দুর্গম কান্তে কে কারে পারবে চিনতে
কে কার হাত ধরবে
ঝড়ের রাতে কে কার বুকে মাথা গুঁজবে
কার সুখে কে হাসবে
কার দুঃখে কে কাঁদবে
কে গাইবে কার শোকের মাতাম
সুখের বিলাসে কার উল্লাসে কে নাচবে ঘুঙ্গুর উদ্দাম।
বসে বসে ভাবি সবিই
শূন্যতার অভিমুখে দৃষ্টি রাখি
আমার আগে হাজারো কবি হয়েছে নিরাশ
নিরুত্তর আকাশ দেয়নি উত্তর-আভাস।