সোমবার, ৩ আগস্ট, ২০১৫

খুলে যাবে সব ক'টা জানালা




একদিন মুখোশের ভেতর ঢুকে যাবে আগুনের দৈত্য
একদিন দহনের জ্বালায় ঝলসে যাবে সকল অকথ্য মিথ্যা
একদিন আলোর টানেল খুলবে মুখ
একদিন প্রতিষ্ঠিত হবে মানবিক সুখ,আমূল সত্য!

একদিন উদাম দেহে নামবে সভ্যতার জনস্রোত
মুখোশের আড়ালে মুখ গুলো খুঁজবে অন্ধকার গুহা
একদিন সূর্যের কিরণে রাঙাবে তেপান্তরের মাঠ
একদিন পাখী ডাকবে
একদিন বৃষ্টি নামবে
ভরা গাঙ্গে জোয়ার বইবে, নায়ের পালে লাগবে হাওয়া।

একদিন সব ঝকঝকে তকতকে পাক পবিত্র হবে
একদিন পট পট করে পতাকা উড়বে
সব ক'টা জানালা খুলে যাবে
একদিন ওরা আসবে মাতৃত্বের আঁচলে নিশ্চিন্তের নিদ্রা যাবে;
একদিন ফুল ফুটবে, চির অম্লান-
বিজয়ের শ্রদ্ধাঞ্জলিতে যে হাসতে হাসতে উৎসর্গ করবে আপন প্রাণ।

দা উ দু ল ই স লা ম।