শনিবার, ২৮ জুলাই, ২০১২

জমে যাচ্ছি পাথরের মত



জমে যাচ্ছি পাথরের মত
জমে যাচ্ছে সুখ,দুঃখ, দীর্ঘশ্বাস ব্যতীত আরো ক্ষত সমস্ত
নরম কোমল হৃদয় হতে ক্ষয়িত রক্ত
লাল মেঘের মত পরতে পরতে ঠাঁই নিচ্ছে অনন্ত বুকে
জমে যাচ্ছে বরফ স্বচ্ছ এক একটি শোকার্ত অশ্রু;
স্মৃতির মলাটে জমে আছে যাপিত জীবন
রঙ বেরঙের বিচ্ছিন্ন স্বপন।
প্রেমময় সুখ চিহ্ন, চুম্বনের বিবর্ণ দাগ, কান্নার রেখা
জমে জমে ক্রমেই হচ্ছে পাথর নির্লিপ্ত
দেখার কিছুই নাই
বারে বারে ফিরে চায় তবু বরফ গলা পথের শাখায়
এবার একটু শীতলতা চাই, একটু প্রশান্তি চাই।
বরফের ধর্ম কি- জমে যাওয়া না গলা
এক টুকরো বরফ হতে চেয়ে আমি আজ বড্ড দোদুল্যমান

জমে যাচ্ছি পাথরের মত



জমে যাচ্ছি পাথরের মত
জমে যাচ্ছে সুখ,দুঃখ, দীর্ঘশ্বাস ব্যতীত আরো ক্ষত সমস্ত
নরম কোমল হৃদয় হতে ক্ষয়িত রক্ত
লাল মেঘের মত পরতে পরতে ঠাঁই নিচ্ছে অনন্ত বুকে
জমে যাচ্ছে বরফ স্বচ্ছ এক একটি শোকার্ত অশ্রু;
স্মৃতির মলাটে জমে আছে যাপিত জীবন
রঙ বেরঙের বিচ্ছিন্ন স্বপন।
প্রেমময় সুখ চিহ্ন, চুম্বনের বিবর্ণ দাগ, কান্নার রেখা
জমে জমে ক্রমেই হচ্ছে পাথর নির্লিপ্ত
দেখার কিছুই নাই
বারে বারে ফিরে চায় তবু বরফ গলা পথের শাখায়
এবার একটু শীতলতা চাই, একটু প্রশান্তি চাই।
বরফের ধর্ম কি- জমে যাওয়া না গলা
এক টুকরো বরফ হতে চেয়ে আমি আজ বড্ড দোদুল্যমান