বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

ছায়ার তলে ছায়া মানব

 ছায়ার তলে ছায়া মানব // দা উ দু ল  ই স লা ম


নিকষ কালো রাত। 

মস্তিষ্কের অন্দর মহলে নৈশব্দের নিস্তব্ধতা

স্মৃতিরা ভিড় জমিয়েছে

হত আতংকিত ডেনড্রাইড গুলো নির্বাক,

অধীর..

শির বেয়ে নেমে আসছে

হিমেল 

রক্তের মিছিল;

দূর কোথাও কাঁদছে

বৃষ্টি ভেজা ডাহুকের মন..

হৃদয়ের হননে 

গুনছি

আপন প্রাণের স্পন্দন।


নির্ঘুম

চোখ ভেজা স্যাঁতস্যতে...

না-

এখন কোন প্রকার  চটপট নাই

উত্তেজনা নাই

অপেক্ষা নাই

আশা প্রত্যাশা নাই...

এ এক নিস্পন্দ ছায়া 

আর

আমি ছায়া মানব!

ছায়ার তলে ছায়া মানব;

খুঁজি না আর 

কোনটি অভিনয় - কোনটি বাস্তব!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন