রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬

ছায়ার গর্ভে সমাধিত সব

ছায়ার গর্ভে সমাধিত  সব


ছায়া এক অবিচ্ছেদ্য স্বত্তা
জীবনের সাথে সাথে ছায়ারা বেড়ে চলে
জীবন ঘুমালে ছায়ারাও ঘুমায়, আসলে
ছায়ারা বেঁচে থাকে আলো নির্ভরতায়;
তা না হলে ভীত ঢর ফোকের মত 
অন্ধকারে নিজেকে গায়েব করে রাখত না।
জলে ও ছায়া পড়ে
যত স্বচ্ছ জল তত স্বচ্ছ ছায়া
 অথচ, টলমল জল তরঙ্গ তা ভেঙ্গে যায়
নীরব এক শোকের মধ্যে,নির্মম রহস্যবোধের সঙ্গে
ভেঙ্গে যায় আপন ছায়াছবি;
তখনো অঙ্গে আলোক রশ্মির তেজ্বক্রিয়া, ফিন ফিনে
বাতাসে উড়ে যায় আবেগের দুর্মর ঘোড়া
ছায়ারা এর কিছুই জানে না; নির্জীব জল তরঙ্গে
 ভেসে আসে উন্মত্ত শামুকের ফেনিল  সঙ্গম!
অনতি দূরে বৃক্ষের ছায়ার লুটিয়ে পড়া জীবন
যেখানে আপন ছায়ার কোন অস্তিত্ব নাই ।
বিপন্ন অঙ্গ প্রত্যঙ্গ, উসকো খুসকো চুল, অশ্রুর ধারা
ছায়ার গর্ভে সমাধিত  সব!
দ্বিতীয় কোন দর্পণ নাই যেখানে দেখব নিজের স্বরূপ।


দা উ দু ল   ই স লা ম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন