মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১২

আজ কি নদীর মন খারাপ?


আজ কি নদীর মন খারাপ?
কেমন নিস্তরঙ্গ, নির্লিপ্ত হয়ে আছে যেন
নদীর মন খারাপের কি কারণ থাকতে পারে
সে কি আজ মোহনায় বুক ছোঁয়ায়-নি?
নাকি তার বুকেই কেউ নামেনি সুখ স্লানে;

নদীর আজ কি হয়েছে?
কল কল ধ্বনিতে
ছল ছল চরণে নদী আজ ছুটছেনা কেন?
কিসের বিহনে বিহ্বল সে!
চিরায়ত রূপ বদনে ধারণ করেছে বিরূপ কালিমা
আজোতো তার বুক ছিরে উঠেছে ঊষার লালিমা
রাতের পূর্ণিমার সোনালী চুম্বন এখনো যে লেগে আছে
সব ছেড়ে নদী আজ নিমগ্ন কিসের ধ্যানে?

টলটলে স্বচ্ছ জলের তলে ঘুমন্ত নদীর আত্মা
যেন অনন্ত কাল ফেলেনি সে প্রশান্তির নিঃশ্বাস
যেন প্রমত্ততার ধকলে ক্লান্ত অবিশ্রান্ত
নেই কোন উচ্ছ্বাস, কোন উল্লাস
সকল সত্তা জুড়ে নদী আজ ধারণ করেছে নির্বাক চিত্ত
তবে কি এবার মুখ ফিরাবে সে!
বয়ে চলার বদলে ক্ষয়ে যাবার চিন্তা করছে
নাকি অতলের কম্পনে জাগাতে চায় সুনামির প্রলয়!

কতকাল ধরে এই অন্তর্যামীর শব্দ শুনেছে সে
যাকে সাঙ্গ করে বয়ে চলে
কখনো প্রাণান্ত প্রয়াসে, কখনো নিভৃতের অক্লেশে......