জলের উপর পড়েছে তোমার
ছায়া
******************
গোপনে একান্ত সঙ্গোপনে বেড়ে চল্লো বুকের
স্পন্দন
জলের উপর পড়েছে তোমার ছায়া তরঙ্গে প্রমত্ত অনুরণন
সোনা
রোদ্দুর যৌবনের ভেসে যাওয়া উন্মত্ত চিত্ত
...
বালির সৈকতে আছড়ে পড়ে ঢেউর মকুট অনন্ত অবিরত…
বুকের পাশে রেখেছো
আমার মুখ, নিজের সমস্ত সুখ
হাসতে হাসতে উজাড় করেছো জীবনের এক একটি
বসন্ত
অথচ; আমি তোমারই ছিলাম
তোমারই ছিলাম দুঃখের নিকষ অমানিশার
চেরাগ হয়ে
হৃদয়ের বিবাগী খর স্রোত নদীর কূল বেয়ে উঠে আসা আশা নিয়ে
অনাকাঙ্ক্ষিত ঘূর্ণিঝড়ের মত তুমিই ফিরিয়ে নিলে মুখ
বুকের পাশে রেখেও
রাখলেনা বুকের মাঝে
যেখানে অংকিত আমার আজন্ম জীবনের সুখ।
অপেক্ষার কথা বলছো?
জানি, কেঁদেছও অপেক্ষাতে মরতে মরতে
শুধু ফিরে
দেখলেনা
অনন্ত পথের দুর্গম বাঁক ভাংতে ভাংতে এই পথিকের দুর্লঙ্ঘ্য
দুর্ভোগ
উৎসর্গঃ দূর বাসী থেকে যে আমার কানে কানে বাজায় কবিতার
ফিসফিস