বিপন্ন লিপি
স্বপ্নশূন্য হয়ে আছি দীর্ঘকাল
অলস অজগরের মত নিথর হয়ে আছি, দৈন্যতা আর-
বেশ কিছু জঞ্জালে চাপা পড়ে আছি অতল শূন্যতায়।
সময়ের তাগড়া ঘোড়া, অসংখ্য গিরগিটি, সরীসৃপ
এবং কি... পিপীলিকার সারি সারি বহর মাড়িয়ে যায়;
মাড়িয়ে যায় ইচ্ছে মতন...
আমি শব্দশূন্য- অক্ষরশূন্য, নির্বাক চেয়ে থাকি অথবা
অদেখার ভান করে সমস্ত উত্তাপ ঢেকে রাখি অন্তরাত্মায়।
কি বলার আছে আমার, কি বলা যায়?
সেই কবেকার অস্ফুট স্বর রুদ্ধ হয়ে আছে নীলকণ্ঠিতে,
ওত পেতে থাকা সবুজ চোখের দানো আর বিষধর সর্প-
রক্তশূন্য দেহে অবিরাম দৌড়চ্ছে আততায়ীর দুর্মার চরণে;
কষ্টের সীমা রেখা ছাড়িয়ে বিপন্ন সংসার-
গুটিয়ে আছে অন্ধকার দ্বীপের তীর ঘেঁষে, সন্ধ্যার জোনাকিরা
দুর্গম পথের গল্প করতে করতে আমার ওষ্ঠেই রেখে যায়
পিপাসার চিহ্ন, বেশুমার দহন।
কি করার আছে আমার, জানি না- কি করা দরকার...
দূর সাঁওতাল পথে হেটে যাওয়া বাউলের গান-
শান্ত জলধির মতন পিস পিস করে দিয়ে যায় নির্বোধ বার্তা,
আশাহত শিশুর কাঙ্ক্ষিত খেলনার মত প্রিয় পাণ্ডুলিপিরা
অনিকেত দৃষ্টি মেলে বিসর্জন দেয় অজস্র স্বপ্ন-বারতা।
চন্দ্রচ্যুত উল্কা পিণ্ড অথবা কোন উত্তপ্ত শিলা খণ্ড -
পতিত হয়নি এই বুকে;
তবু উপত্যকা জুড়ে এতো অস্থির আগুন, লেলিহান শিখা...
কি করার আছে আমার, জানি না- কি করা দরকার...
দা উ দু ল ই স লা ম ।
৭/১০/১৬
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন