ছলনার মোক্ষম ছদ্মবেশ
===ღ===
বিষে যার তৃষ্ণা মিটে
তুমি তাকে তিক্ত করবে কোন বিষাদে?
জানো না-
দুঃখ নিষিক্ত অন্তরে অন্ধকারের ভয় থাকতে নাই।
আমি তো ভালোবাসতেই জানিনে; তবে
কিসের এতো লালসা তোমার
কিসের নেশায় বার বার খোঁচাচ্ছো হৃদয়!
চোখের বাঁকে বিষ মাখা উলঙ্গ তলোয়ার; হতাশ হবে
সর্বনাশ ঝেঁকে বসবে! আমি নই পাশা পুতুল খেলার!
আমি রুধীরাক্ষের রঞ্জিত অগ্নি,
-বিষ পানে মেটাই জলের তৃষ্ণা নিরবধির
অনিষ্টের কষ্ট আমি; সর্বনাশের ভস্ম থেকে গড়ি স্বপ্নের স্বর্ণ মন্দির।
তুমি খেলতে এসো না- লুণ্ঠন হবে!
আমি জেনেছি, -
ভালোবাসা গুপ্ত লালসা আর ছলনার মোক্ষম ছদ্মবেশ!
আড়ালে যার বিষাদের নিমিত্ত যাতনা,
জোছনায় মোড়ানো অমাবস্যার নীল ক্লেশ।
আমাকে পরাস্ত করবে কিসে? আমি তো বাঁচতে জানি
অশেষ কষ্ট আর বিষাদের বিষে; মেটাতে জানি হৃদয়ের গ্লানি।
ღ===ღ===ღ===ღ===ღ===ღ==ღ
দা উ দু ল ই স লা ম ।
২৩/৪/১৬
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন