অধরার নির্বাণে
চৈত্রের ঠা ঠা দুপুরেও ভাঙ্গেনি তীর্থের ধ্যান
পোড়া মাটির গন্ধ, আর বুক জুড়ে খা খা মরু উদ্যান।
কাল- মহাকাল ধরে জুড়েছি সম্বন্ধ; আত্মার সাথে পরমাত্মার,
গেরুয়া বসনে, সূর্যমুখী এই নৈবদ্যের আসনে খুঁজেছি মৃণ্ময়ী সুখ;
বুঝি নি কখন নিজের অজান্তে,
অধরার হাতে সঁপেছি আমার জগত- আমার সংসার।
দৈবক্রমে একবার দিয়েছি উঁকি প্রাণের গহীনে
ফুলেরা ঘুমিয়েছিল ফুলবনে, আমার আত্মা জানে
জোনাকির আলিঙ্গনে তারার শানকিতে এঁকেছিলো যে মুখ,
আত্মার স্পন্দনে, যৌবন প্রবণে দেখেছিলাম উন্মুখ
এমনিই লাজুক লতার; আর পাইনি দেখা তার।
আমি তো রুষ্ট, পাপিষ্ঠ, পথভ্রষ্ট, স্বেচ্ছাচারী
তপস্যার নিবিড় রোদনে; অধরার নির্বাণে স্পষ্ট-
বুঝলাম তুমিও নও কম অহংকারী!
দাউদুল ইসলাম।
২৯/৩/১৬
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন