শুক্রবার, ৩ আগস্ট, ২০১২

দেবী ও কবি ৩



ভেসে যাচ্ছি, ভেসে যাচ্ছি এই বানের তোড়ে
পাথুরে পথ খুঁড়ে খুঁড়ে নির্বাণ শাখায় আমকে আর দাড়াতে দিলোনা
এবার অবসান করো অপেক্ষার ধু ধু প্রহর
ফিরো হে প্রাণের দেবী
উজানের মুখে ফানা তোলা সর্পের চক্ষে দেখেছি অদম্য বাসনা
এবারের মত বাঁচিয়ে তোল,যেখানেই থাকো বাড়াও হাত খানি
তোমার করতল ক্ষমতা আমি জানি, জানি মমতার আস্বাদন নীলাঞ্জন সত্ত্বা
একটু খানি আশ্রয় দাও , দাও উদারতার নির্মল আলিঙ্গন খানি
বার বার জপেছি যেই নাম; উদাম বক্ষ ঢেকে দাও আমার
আঁচলের পবিত্র নিয়ম মেনে প্রেমহীন অঙ্গে উপাঙ্গে জাগাও প্রেমের ধ্বনি!
কোথায় পালাবে? পালাও যতো দূরে সাধ্যে কুলায়
বসন্তের বুক থেকে যেমন পালায় পুস্পরানী, কুকিলের মধুর সুর ধ্বনি
পালাও! পালাও যেমন খুশি লুকাও ধরত্রী ছেড়ে যাও দূর অজানায়
আমার হৃদয়রীক্ষের পরিধি বিস্তৃত সমস্ত ধরায়
তুমি লুকাতে গেলে হবে উন্মোচিত
পালাতে গেলে পাবে বুকের আড়াল, পরিশুদ্ধ আলিঙ্গন
চরম উষ্ণতায় জ্বলে যাবে ;শরীরে খুঁজবে শরীরী জলমগ্ন প্রশান্তি
যেখানেই পালাবে ধমনীর তরঙ্গে বোধ করবে আমার রক্তের শ্রুতি
জানি, দূরে যেতে যেতে আমার নৈকট্য লাভে উন্মত্ত হবে নিমগ্ন স্মরণে।
                                                   আমি আজ নতুন পূজায় তোমাকে মানাবো দেবী, শব্দের শীৎকারে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন