লিকলিকে বেড়ে ষোড়শীর মতন সোনালু বৃক্ষের যৌবন
ফাল্গুনের নতুন হাওয়ায় ঝরে রূপের তীক্ষ্ণ বিচ্ছুরণ
আকাশ কুসুম ভাবনা আমার ছিন্ন করে ভিন্ন ভিন্ন মোহে
নির্জন প্রান্তর ফেরিয়ে উড়ে আসে একাকী পায়রা অভুক্ত বিরহে।
নিবিড় হবার আকাঙ্ক্ষায় যৌবনের সমস্ত শাখা প্রশাখা
কান পেতে শুনো হে সমত্ত বাসন্তী
বুকের উপত্যাকায় কিসের গুঞ্জরন করছে নরন্তর ভিক্ষা
কামানের গোলায় ফালা ফালা দীর্ঘশ্বাস
বৃক্ষের ঝরা পাতায় শুঁকে দেখো প্রয়াত স্বপ্নের নির্যাস।
সুখব্রতে পরতে পরতে নিখুত কামনা বিলাস
ভ্রান্ত বিশ্বাসে আপন হাতে হই বিবস্রতার নগ্ন উল্লাস
সাদা পায়রার মতোই
খসে পড়া পালকের দিকে ফ্যাল ফ্যাল করে কেবল চেয়ে থাকা-
নগ্ন পরিহাসে উদ্বিগ্ন সাঁঝের বেলা
ঘরে ফেরার তাড়া নাই
অন্ধকার রুগ্ন বুকে তখনো পাতা ঝরার
তীক্ষ্ণ শব্দ......
কারণ এই বসন্তে তুমি দাওনি দেখা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন