তুমি আমাকে কোন চিহ্ন একে দিয়েছিলে
গোপনে একান্ত সঙ্গোপনে
যেখানে রক্তিম ঊষা আর তোমার প্রেম
পাশাপাশি সমান্তরাল উজ্জিবিত।
আমি আমার সারা তনু মন খুজেছি
তন্ন তন্ন করে
নাক ফুলের আঁচড়
নখের কিংবা খোপা বাঁধার কাকড়ার
দাগ
চুম্বনের নিপুন কারুকাজ সবি যেন
আদৃশ্য
কিছুতেই কিছুর ছোঁয়া নাই ছন্দ
নাই
প্রাণের সেই স্পন্দন নাই।
আমি খুজেছি সহজ সরল সেই মুখ
জোৎস্নার আদলে আকাশে ফুটবে দিপাবলী
রাতের নির্জনতায়-
আমার খাতায় ঝরাবে কবিতার শব্দাবলী।
সত্যি আমি তোমাকেই চাই
দ্বিধা নির্দ্বিধায়
যে দেবে প্রাণের পরশ
পান করবে প্রেমের সুধা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন