তুমি এমনিই সুন্দর
------------------
তুমি এমনিই সুন্দর
তোমাকে পেয়ে সমুদ্র ভুলে গেলো ঢেউর নাচন
জোছনা অবগাহনের মেঘ মণ্ডল ভুলে গেলো পূর্ণিমা মন্থন।
তরঙ্গের পীঠে তরঙ্গ শূন্যতা
পূর্ণিমার বুকে ভয়ানক খর স্রোতা...
বিচলিত গাঙচিলেরা দিনমান এক করে ডেকে গেলো
মৎস্যকুলের সমস্ত মৎস্য, সামুদ্রিক প্রবাল, শামুক -ঝিনুক
সাতরে সাতরে একাকার সব! তবু ভাঙেনি সমুদ্রের বিমুগ্ধ স্থবিরতা!
......তারপর দেখতে দেখতেই সৃষ্ট অনিবার্য নিম্নচাপ! উন্মত্ততা
বেফাঁস তর্জন গর্জন!
তুমি এমনিই সুন্দর
তোমায় দেখতে দেখতে পুড়ে গেলো গোলাপ বাগিচা, প্রাচীন নগর
পুড়ে গেলো শতাব্দীর শ্রেষ্ঠ চিত্র পট
তুমি এমনিই অপরূপা, একবার তাকাতেই এঁটে গেলো চোখ
শিল্পীর নয়নে ধরা দেয়নি আর,অন্য কোন চিত্রপট দ্বিতীয় বার!
এই আমি সেই তোমাকেই ভালবাসলাম
তোমার জন্যই গোলাপ হাতে ছুটে এলাম আদিগন্ত পথ।
দা উ দু ল ই স লা ম।
২৮/৮/১৬
------------------
তুমি এমনিই সুন্দর
তোমাকে পেয়ে সমুদ্র ভুলে গেলো ঢেউর নাচন
জোছনা অবগাহনের মেঘ মণ্ডল ভুলে গেলো পূর্ণিমা মন্থন।
তরঙ্গের পীঠে তরঙ্গ শূন্যতা
পূর্ণিমার বুকে ভয়ানক খর স্রোতা...
বিচলিত গাঙচিলেরা দিনমান এক করে ডেকে গেলো
মৎস্যকুলের সমস্ত মৎস্য, সামুদ্রিক প্রবাল, শামুক -ঝিনুক
সাতরে সাতরে একাকার সব! তবু ভাঙেনি সমুদ্রের বিমুগ্ধ স্থবিরতা!
......তারপর দেখতে দেখতেই সৃষ্ট অনিবার্য নিম্নচাপ! উন্মত্ততা
বেফাঁস তর্জন গর্জন!
তুমি এমনিই সুন্দর
তোমায় দেখতে দেখতে পুড়ে গেলো গোলাপ বাগিচা, প্রাচীন নগর
পুড়ে গেলো শতাব্দীর শ্রেষ্ঠ চিত্র পট
তুমি এমনিই অপরূপা, একবার তাকাতেই এঁটে গেলো চোখ
শিল্পীর নয়নে ধরা দেয়নি আর,অন্য কোন চিত্রপট দ্বিতীয় বার!
এই আমি সেই তোমাকেই ভালবাসলাম
তোমার জন্যই গোলাপ হাতে ছুটে এলাম আদিগন্ত পথ।
দা উ দু ল ই স লা ম।
২৮/৮/১৬
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন