জখমের জখম -আমি মৃত্যুঞ্জয়
-------------------------------
গড্ডালিকায় প্রবাহিত স্রোতের বিপরীতে চলতে গিয়ে
আমি বারবার হোঁচট খেয়েছি, দুমড়ে মুচড়ে পড়ে গিয়েছি
আবার দাঁড়িয়েছি উঠে; আবার পা বাড়িয়েছি লড়াইয়ের মাঠে!
পেছন থেকে উড়ে এসেছে অগণিত ব্যঙ্গ, বিদ্রূপ
রক্ত চক্ষুর আক্রোশ আর দাম্ভিকতার নগ্ন অহংকার; নিশ্চুপ রাতের
অন্ধকারে আততায়ীর গুপ্ত আক্রমণ সহ নানান বাঁধা বিপত্তি ডিঙ্গিয়ে
এই আমি আজো টিকে আছি সংক্রামক ব্যাধির সম্মুখ যুদ্ধে!
অথচ কেউই আমার শত্রু নয়! অপর নয়!
পার্থক্য শুধু সবার মত একিই ক্ষুরে মুণ্ড করিনি আপন মাথা
দণ্ডায়মান ভৃত্যের মত, ( ভৃত্যদের ও থাকে আত্মসম্মান)
পোষা কুকুরের মতো লিকলিকে জিব্বহা নেতিয়ে করতে যাইনা
সমাজপতিদের তোষামোদ!
হ্যাঁ-তে হ্যাঁ
আর না তে না মিলিয়ে নির্লজ্জ চাটুকারিতা কে যদি ভালোবাসা বলা হয়
তবে ভালবাসা নামক শব্দটির বিলুপ্ত হোক চিরতরে;
কলুষিত মরু প্রান্তরের মত ধু ধু করুক পৃথিবীর জনপদ গুলো
সুনসান পোড়া বাড়ীর মত জনশূন্য থাকুক অন্তর আঙ্গিনা!
আমার অন্তরের বিনয়াবনতা আর চেতনায় বিদ্রোহ
সঙ্গে কেহ থাকুক না থাকুক,
জোয়ারের বিপরীতে আমি অ-কুর্ণিশ ! করিনাকো সমীহ,
আমি উল্লাস!
আমি উদোম!
কুলাঙ্গারের সর্বনাশ আমি; প্রয়োজনে হতে পারি নির্মম!
জখমের জখম আমি -মৃত্যুঞ্জয়
প্রেমের বলিদানে নির্ভীক আমি;নিঃশেষের বিজয়।
দা উ দু ল ই স লা ম।
০৭/১১/১৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন