বুধবার, ৭ অক্টোবর, ২০১৫

ক্ষুধা না লজ্জা


ক্ষুধা না লজ্জা

বিকেলের বিষণ্ণ  চোখ  থেকে ঝরে পড়ে লাল অশ্রু
মাটি শ্রমিকের কোদালে এঁটে  থাকা মাটি, চিটচিটে বগলে
ছেঁড়া ব্লাউজে প্রতীয়মান সংগ্রামী ইতিহাস!
যুদ্ধ কোন খেলা নয়,স্নান ঘাটে ভেসে যাওয়া বুকের পঙ্কজল
অথবা গুমরে উঠা অন্ত্রের ক্ষুধা... হাহাকার

 ক্ষুধা বোঝেনা কবিতা
ক্ষুধা বোঝে গ্রাস, ভোগ...... ক্ষুধা বোঝে  সঙ্গম

যুবতীর রক্তিম ওষ্ঠে গোধূলির হাসি
আকাশের বুক চিড়ে উঁকি দেয় মেঘের স্তন!
কোথাও কেউ বুঝতে চায়না ক্ষুধা না লজ্জায়
কিসের ভারে নুয়ে যায় -নদী সংলগ্ন কাশ বন!!

দা উ দু ল  ই স লা ম

০৭/১০/১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন