কে কাকে পোড়ায় বলো?
-------------------------------------
কে কাকে পোড়ায় বলো। খরা না অগ্নি।
তিক্ত সুরা পাত্র খালি হতে থাকে। নিগূঢ় আঁধারে জীবনের বহ্নি শিখা।
রক্তের লালিমায় বিচ্ছুরিত আলো। প্রেমের উৎপ্রেক্ষা প্রতিমা।
প্রদীপের নিচে ভীষণ কালো ক্রোধ। আগ্নেয় গিরির বিস্ফোরিত মুখ।
কে কাকে পোড়ায় বলো-
বুভুক্ষার মুখ থেকে যখন ছিনতাই হল প্রাণরক্ষার শেষ গ্রাস
যখন চৌরাস্তার ল্যম্পপোষ্টের নিচে পড়ে থাকে যুবতীর রক্তাক্ত লাশ!
যখন প্রসব বেদনার আর্তনাদে ভারী হয়ে উঠে আকাশ বাতাস... আর
তার আগেই গুলিবিদ্ধ হয়ে দুমড়ে মুচড়ে যায় অনাগত সন্তান
পুড়ে পুড়ে অঙ্গার হতে হতে তখনো আমি দেখে যাচ্ছি নপুংশকতার উল্লাস!
বলো-
কে কাকে পোড়ায়? ক্ষুধা না দ্বিধা?
সারা রাত বাইজী নৃত্যের পর প্রাণের সঙ্গে বাধ্যগত প্রাণের সওদা,
বোধিশুদ্ধ নীতি কথা কিংবা যতো দার্শনিকতা -
একে একে সবিই ব্যার্থ যেই শূন্যতার সামনে, সেখানে নিতান্তই হাস্যকর
আমার মত ছাপোষা কবির কবিতা !
কে কাকে পোড়ায় বলো?
ঃ
ঃ
ঃ
কবিতার খাতায় নীরব অশ্রু, অঝর ধারায় নেমে এলো।
দাউদুল ইসলাম
১/৯/১৫
অসাধারণ কবিতা। যে করেই হোক জলছবি কবিতা সংখ্যায় এটির প্রকাশ করে ধন্য হতে চাই। সালাম জানবেন প্রিয়।
উত্তরমুছুনআমাকে এই টুকু সুযোগ দিয়ে কৃতার্থ করবেন শ্রদ্ধেয় স্যার
উত্তরমুছুনআমার বিনম্র সালাম ও শুভেচ্ছা গ্রহন করুন।