মানসী হে
মেঘের মখমলে নিজেকে তুলে রেখেছিস
আমাকে ডুবিয়ে অগাধ বিরহে!
আপন মনে নিকষ নির্জনে, যা'চ্ছে তা বকে যাচ্ছিস
ভেবে যাচ্ছিস, আমাকে দেখিস নি ফিরে;
দূরে ... বহুদূরে ভেসে আসে, মানসী তোর বালখিল্য হাসি
রোদ শাসানো চোখের কোটরে বাল্মীকি প্রহেলিকা
কেউ না জানুক, আমিতো জানি জন্মেই তুই আধজনমের ভুখা।
ভালোবাসার গুপ্ত ছুতোয় দহন নিষ্পত্তির অবকাশ
মানসীরে...... ও মানসী
বলতে পারিস? শেষ কখন নিজেকে দিয়েছিস সত্যের আশ!
এত মিথ্যা!
এত গ্লানি!! বলতে পারিস?
ছাল ছতুরীর কোন ফাঁকে লুকিয়ে রাখিস অদম্য দীর্ঘশ্বাস!!
পারিস বটে!
রক্তরাগের খর স্রোতায় বৈঠা হাতে ডিঙ্গি বাইতে
বাঁকের পর বাঁক ফেরিয়ে হারিয়ে যাচ্ছিস আত্মছলনার গহীনে!
নিভে যাচ্ছিস,
চুকে যাচ্ছিস......... জেনে শুনে দেখে যাচ্ছিস;
অশ্রু শুকানো কট মট নয়নে ......জীবনের প্রয়াণে।
দা উ দু ল ই স লা ম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন