শুক্রবার, ৭ আগস্ট, ২০১৫

শাশ্বত সুন্দরের মৃত্যু


কত কিছুই জানা হয় না, জানা যায় না। কেন-
প্রতিদিনের সেই একি জানালায় ঝুলে থাকে ভাঁজ করা চিবুক।
কেন, এক জন যুবক
অন্ধকার হাতড়ে হাতড়ে তুলে আনে নিত্যনতুন অসুখ!
কেন  বিদীর্ণ ভাস্কর্যের চেয়ে ঢের ম্লান হয় মানুষের মুখ ।
কতটা নৃশংসতায় ক্ষান্ত হয় নপুংসক হায়েনা
জানা যায় না- তুষের অভ্যন্তরে কতটা উত্তাপ
প্রগতির শৃঙ্খল ভেঙ্গে সৃষ্টি হয় দীর্ঘশ্বাসের ঘূর্ণি চাপ।

জানো কি?
কতটা  দহন হলে একটা জীবন আকুতি করে মৃত্যু কামনায়!

দা উ দু ল   ই স লা ম।
৭/৮/১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন