মঙ্গলবার, ৪ আগস্ট, ২০১৫

বেশ করেছো


ভালোই করেছো বুকের সীমানায় প্রাচীর গড়ে
তা নাইলে আমার দুর্মর গমনে ছাই হতে পুড়ে!

বিবাগী মন
চিত্ত চঞ্চল আর নির্বাণ দহন,
আমিতো সয়ে গেছি তোমার অনাহুত নির্মম আচরণ!
সয়ে গেছি যখন সাম্রাজ্য আমার ক্ষয়ে ক্ষয়ে নিঃচিহ্ন প্রায়,
শাশ্বত শান্তি অপমানিত  তোমার বেধড়ক অহমিকায় যখন;
সয়ে গেছি কান্নার নির্লজ্জ আহাজারি, বজ্জাত উপহাস...।

ভালই করেছো, হতবিহবল বেঈমানি আর অকথ্য কথন
সু-প্রাজ্ঞ , সুদক্ষ চলা কলা
অন্যথা আমার প্রগাঢ় আহ্বানে হয়ে যেতে চির উতলা;
কি করে উপেক্ষা করতে
অস্তিত্বের নিবিড়ে ধ্রুপদী চুম্বন আর অর্গল আলিঙ্গন।

বেশ করেছো
আমাকে নিঃশেষ করতে করতে গড়ে নিয়েছো সীমানার দেয়াল
অন্যথা আমি হয়তো হয়ে যেতাম চূড়ান্ত মাতাল।

দা উ দু ল  ই স লা ম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন