প্রয়োজন একটি গন্তব্যের
অপেক্ষার হিমে জমাট বাঁধতে বাঁধতে অশ্রুমন্ডলে জমেছে বরফ
ভাবনার পথ হাটতে হাটতে স্নায়ুতন্ত্রে মিশেছে জ্বালা অসম্ভব!
কবিতার ভাঁজে ভাঁজে তোমার নাম, সুনাম, উপমা
বুকের খাঁচে প্রাণান্ত আরোহী; ছলনার বিষ করেনি ক্ষমা।
দূর নীলাকাশ ধ্রুপদী গর্জনে ঢেকে যায় শুভ্রমেঘের ছায়া
একা একটি গাংচিল উড়ে যার নিরন্তর
যদিও চোখ জুড়ে তার দিগভ্রান্তির কায়া......
আদিগন্ত পথে নির্বাণ দহন!
অসহায় পথিক হেটে যায় সন্মুখ আঁধারে
পেছনে তার মুগ্ধ অতীত,সাথে রক্ত প্রবাল স্রোত
সে তো জানেনা কেমন করে ভেসে থাকতে হয় অরূপ সাগরে;
দিগ্বিজয়ের অণ্বেষায় কেমন করে লড়তে হয় কারবালার প্রান্তরে
মনের কোঠরে কেমন করে বাঁধতে হয় লাগাম ছেঁড়া ঘোড়া-
সে তো জানেনা !
জানেনা কিসের ঘোরে মরতে মরতে বাঁচতে হয় জগত সংসারে।
সুখী-জনেরা এসব ভাবেনা, ভাবতে হয়না
ঋতু বদল অবদলে তাদের কিচ্ছু আসে যায়না।
বিজ্ঞ অভিনেতার মতো তাদের সমগ্র জীবনই একটি রঙ্গনাট্য!
একশ একটি কবিতার পর জন্ম নেয় যে মানব শিশু-
আজন্মের পাপ হয়ে তার মুখে উচ্চারিত হয় যে আর্ত-চিৎকার
শব্দের সেই হাহাকারে
বাক্যের সেই নগ্ন আহাজারিতে ছুটে যায় জীবনের শৈল্পিক প্রেম
কেউ জানেনা
কেউ দেখেনা
দিনে দিনে একদিন সে হয়ে উঠে সোমত্ত প্রেমিক
কেউ বোঝেনা
তারও আজ প্রয়োজন একটি গন্তব্যের,একটি চাতাল একটি আশ্রয়ের...
আমরা ফ্যাশন সচেতন মানুষেরা
উজাড় কান্না করেছি কখন?
মেকআপের প্রলেপ মুছে যাবার ভয়ে নীরব নিভৃতে করে যাই আত্মহনন!
দাউদুল ইসলাম
১৩/৮/১৩
অপেক্ষার হিমে জমাট বাঁধতে বাঁধতে অশ্রুমন্ডলে জমেছে বরফ
ভাবনার পথ হাটতে হাটতে স্নায়ুতন্ত্রে মিশেছে জ্বালা অসম্ভব!
কবিতার ভাঁজে ভাঁজে তোমার নাম, সুনাম, উপমা
বুকের খাঁচে প্রাণান্ত আরোহী; ছলনার বিষ করেনি ক্ষমা।
দূর নীলাকাশ ধ্রুপদী গর্জনে ঢেকে যায় শুভ্রমেঘের ছায়া
একা একটি গাংচিল উড়ে যার নিরন্তর
যদিও চোখ জুড়ে তার দিগভ্রান্তির কায়া......
আদিগন্ত পথে নির্বাণ দহন!
অসহায় পথিক হেটে যায় সন্মুখ আঁধারে
পেছনে তার মুগ্ধ অতীত,সাথে রক্ত প্রবাল স্রোত
সে তো জানেনা কেমন করে ভেসে থাকতে হয় অরূপ সাগরে;
দিগ্বিজয়ের অণ্বেষায় কেমন করে লড়তে হয় কারবালার প্রান্তরে
মনের কোঠরে কেমন করে বাঁধতে হয় লাগাম ছেঁড়া ঘোড়া-
সে তো জানেনা !
জানেনা কিসের ঘোরে মরতে মরতে বাঁচতে হয় জগত সংসারে।
সুখী-জনেরা এসব ভাবেনা, ভাবতে হয়না
ঋতু বদল অবদলে তাদের কিচ্ছু আসে যায়না।
বিজ্ঞ অভিনেতার মতো তাদের সমগ্র জীবনই একটি রঙ্গনাট্য!
একশ একটি কবিতার পর জন্ম নেয় যে মানব শিশু-
আজন্মের পাপ হয়ে তার মুখে উচ্চারিত হয় যে আর্ত-চিৎকার
শব্দের সেই হাহাকারে
বাক্যের সেই নগ্ন আহাজারিতে ছুটে যায় জীবনের শৈল্পিক প্রেম
কেউ জানেনা
কেউ দেখেনা
দিনে দিনে একদিন সে হয়ে উঠে সোমত্ত প্রেমিক
কেউ বোঝেনা
তারও আজ প্রয়োজন একটি গন্তব্যের,একটি চাতাল একটি আশ্রয়ের...
আমরা ফ্যাশন সচেতন মানুষেরা
উজাড় কান্না করেছি কখন?
মেকআপের প্রলেপ মুছে যাবার ভয়ে নীরব নিভৃতে করে যাই আত্মহনন!
দাউদুল ইসলাম
১৩/৮/১৩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন