বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৩

সূর্যের দ্বিধা


সূর্যালোকে লজ্জা লুকানো দায়
কিন্তু সূর্যাস্তের পরে সোনালী রশ্মি পাবে কোথায়
বলেছিলে সূর্যের কণায় ভরাট করবে বুকের উপত্যকা
কতদিন যাবত আমি ক্রমে ক্রমে সূর্যের সাথে গড়েছি সখ্যতা
মর্মে মর্মে বুঝেছি কেন তুমি চাও সূর্য কণার পূর্ণতা।
অবিশ্রান্ত ঝর্না ধারায় সূর্য কণারা লুটোপুটি খায়
তুমি নাহয় ঝর্নায় আসো
ঝর্নাস্লানে সিক্ত হতে হতে ঝর্ণার দ্রবীভূত সূর্যকণায় বুক ভরো
আমি তোমার লজ্জা ঢাকা চাদর হয়ে রবো ক্ষণ।

ঝর্নার ধরাপ্রাতে খনিজ স্বাদের তৃপ্তি পাবে
বুকের গুপ্ত দেরাজ গুলো খুলে রেখো
আগামী সুখের জন্য সেসব তুলে রাখবে.........

তুমি চাইছো বলেই এত্ত সব আয়োজন
সূর্যকণায় আকণ্ঠ মোহ অথচ সূর্যেই সমস্ত দ্বিধা
আমিতো সেই কবে থেকে পান করছি নিষিদ্ধ সব সুধা
জেনে শুনে বাড়াচ্ছ কেবল নিজের সর্বভুক ক্ষুধা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন