শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

এই বৈশাখে তুমি রোদ্দুর হয়ে যাও


আমি চাই এই বৈশাখে তুমি রোদ্র হয়ে আসবে
ঝকঝকে সোনালী রোদ্দুর, অধরা সুখে
নতুন দিনের স্বপ্ন আঁকবে আপন অবয়বে;
বৈশাখের ফুরফুরে হাওয়ায় উড়বে তোমার দীঘল চুল
নির্বিবাদে ছুটবে নীলিমার নীল, দূরে বহুদূরে
ভেসে যাবে তোমার শরীরের মহুমহু সুগন্ধ
আর কেউ বুঝুক না বুঝুক
অনিন্দ্য সেই গন্ধে-
আমি বুঝে নেবো আজন্ম প্রেমের সমস্ত উসুল।

আমি চাই এই বৈশাখে ভেঙ্গে যাক সমস্ত বৃত্ত!
ভেঙ্গে যাক তীর্থের আঁধার, খুলে যাক সীমাবদ্ধতার বাঁধ
আমি চাই তুমি মিশে যাও বৈশাখী রেলীর জনস্রোতে
বাসন্তীর রঙে; মিশে যাও তালপাতার পাখার সঙ্গে
শীতল পাটির আমূল সুখে-

এই বৈশাখে তুমি ভনে যাও তেঁতুল গুড়ের শরবত
আকণ্ঠ পানে দহনের গহিনে প্রাণপণে-
মিটে দাও আমার জন্ম জন্মান্তরের তৃষ্ণা,
উদার আসমানে যাও উড়ে
মুক্ত আলিঙ্গনে হয়ে যাও মেঘ বালিকা;
নীলের অবগাহনে আমি পৌঁছে যাব শান্তি নীড়ে
জোনাকির ভিড়ে জ্যোৎস্নার আবিরে
আমি খুঁজে নেব তোমায় একান্ত নির্জনে।

আমি চাই এই বৈশাখে তুমি রুদ্র হয়ে আসবে
জ্যোৎস্না হয়ে থেকে যাবে আমার জীবনে -প্রয়াণে।

১৩/৪/১৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন