ডাঃ দাউদুল ইসলাম।
ছোট বেলা হতে প্রেমে পড়ি কবিতার, কবিতা পড়ি- যেখানে পাই যা পাই
প্রিয় কবিদের লিখা কাব্য যত্ননিয়ে পড়ি সংরক্ষন করি। লিখি যখন যা পারি
কখনো হয় কখনো হয়না তবু মনের ইথারে একটি কথা বারবার উঁকি দেয় যে এক দিন আমার ভুবন জুড়ে হবে কাব্যময় উচ্ছ্বাস।
শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৩
"দেবী ও কবি" শ্রদ্ধেয় ড. আনিসুজ্জামানের হাতে উন্মোচিত হলো
আমার আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধেয় অধ্যাপক ড.আনিসুজ্জামানের প্রতি।
গভীর ধন্যবাদ জ্ঞাপন করছি ব্লগারস ফোরামের প্রতি।
আমার বিশ্বাস দেবী ও কবি পাঠকের কবিতা প্রীতিকে দৃঢ় করবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন