শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৩

বাংলা মায়ের একটাই বুক



রক্তে  বাজে একাত্তুরের অগ্নিবীণ
জামাত শিবির নিপাত যাক
চেতনায় বেচে থাক শাহবাগের প্রজন্ম রঙ্গিন।

ফাগুনের ধূলিঝড়ে উড়ে যাক কলঙ্কের কালি
ফাঁসিতে ঝুলুক ঘাতক রাজাকার
বিজয়ের হাসিতে ফুটুক স্বাধীনতার ঝংকার।

বসন্তের চির সুন্দর বাংলা সাজুক মুক্ত বিহঙ্গে
যার যার ধর্ম তার তার সঙ্গে
বাংলা মায়ের একটাই বুক
সেখানেই হোক ষোল কোটি সন্তানের অনাবিল সুখ দুঃখ।

পতাকার লাল
উন্মাতাল প্রজন্মের গর্বিত শাহবাগ
জয় বাংলার শ্লোগানে প্রকম্পিত সবুজ
'রাজাকার মুক্ত বাংলা চাই' প্রাণে আজ একটাই ডাক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন